পশ্চিমবঙ্গ রাজ্য ভূমি সংস্কার দপ্তর বাংলার ভূমি ( banglarbhumi.gov.in) নামে একটি পর্টাল চালু করেছে। এখন থেকে ভূমি সংক্রান্ত যাবতীয় কাজ যেমন দাগের তথ্য, ভূমি দাগ ও খতিয়ান, প্লটের তথ্য, মৌজা ম্যাপ , রেকর্ড সার্চ, নকশা চেক করা যায় এই বাংলার ভূমি ওয়েবসাইটে।
পশ্চিমবঙ্গ রাজ্য ভূমি সংস্কার দপ্তর এর ওয়েবসাইট এ আপনি নিচের এই সমস্ত সুবিধা পাবেন :-
-
Banglarbhumi Land Record Khatian
-
Banglarbhumi Portal Registration
-
Search Banglarbhumi Online Land Record Details
-
Map
-
Mouza
-
Plot details etc.
কিছু তথ্য বাংলার ভূমি সংক্রান্ত
বাংলার ভূমি : দাগের তথ্য, ভূমি দাগ ও খতিয়ান, ওয়েবসাইট | banglarbhumi.gov.in , Land Record Khatian
কি কি পরিসেবা পাবেন এই banglarbhumi.gov.in পর্টালে।
নাগরিকরা ভূমি সংক্রান্ত যাবতীয় কাজ যেমন দাগের তথ্য, ভূমি দাগ ও খতিয়ান, প্লটের তথ্য, মৌজা ম্যাপ , রেকর্ড সার্চ, নকশা চেক করতে পাবেন । তাছাড়া নিচের এই সুভিধা গুলিও পাবেন।
-
Digitization of Map & Records
-
Preparation, Updation & Maintenance
-
Distribution of Land
-
Management of ISU
-
Training (ARTI and LMTC)
-
Rent Controller
-
Thika Tenancy
-
Indo-Bangladesh Boundary Demarcation
-
State Land Use Board
বাংলার ভূমি ওয়েবসাইট এ কিভাবে রেজিস্ট্রেশন করবেন?( Banglarbhumi Registration)
যদি আপনি নিজেকে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে চান তাহলে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।
-
প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যা ওপরে দেওয়া হয়েছে।
-
তারপর আপনাকে signup অপশনে ক্লিক করতে হবে।
-
তারপর আপনাকে আপনার কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে, যেমন: নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, ডিস্ট্রিক্ট, ইমেইল আইডি, মোবাইল নম্বর, পাসওয়ার্ড।
-
তারপর ক্যাপচা পুরন করতে হবে।
-
তারপর আপনার মোবাইল ফোনে OTP আসবে।
-
OTP দিয়ে submit করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে।
বাংলার ভূমি দাগের তথ্য , জমির তথ্য, রেকর্ড সার্চ (Banglarbhumi Land Record, Dag number, plots number)
যদি আপনি আপনার জমির দাগের তথ্য , জমির তথ্য, রেকর্ড সার্চ করতে চান তাহলে আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে।
-
প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট (banglarbhumi.gov.in) ভিজিট করতে হবে।
-
তারপর অফিসিয়াল ওয়েবসাইট হোমপেজে একটি অপশন “Know Your Property” দেখতে পাবেন।
-
এই অপশনে ক্লিক করার পর আপনাকে কয়েকটি ইনফরমেশন দিতে হবে যেমন- জেলার নাম, ব্লক এবং মৌজা।
-
তারপর আপনি আপনার জমির দাগের তথ্য , জমির তথ্য, রেকর্ড সার্চ করতে পারেন দুই ভাবে।
-
হয় আপনি প্লট নম্বর দিয়ে সার্চ করুন না হয় খতিয়ান নম্বর দিয়ে সার্চ করুন।
-
ক্যাপচা কোড দিয়ে view button এ ক্লিক করুন।