সু-সংবাদ চাকরি প্রার্থীদের জন্য। কারন আজ ১৬ ই নভেম্বর ২০২১ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে দুয়ারে রেশন প্রকল্পে (Duare Ration Prakalpa) ৪২,০০০ কর্মী নিয়োগ (Recruitment) করা হবে । মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে নানা ধরনের সামাজিক প্রকল্পের উদ্বোধন করেন যেমন দুয়ারে সরকার, দুয়ারে রেশন এবং অন্যান্য। তাদের মধ্যে অন্যতম হল দুয়ারে রেশন প্রকল্প ।
পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration Prakalpa in West Bengal)
দুয়ারে রেশন প্রকল্প আসলে কি ? ( What is Duare Ration Prakalpa)
দুয়ারে রেশন প্রকল্প আসলে হল রেশন সামগ্রী মানুষের দুয়ারে পৌঁছে দেয়া। রাজ্যের প্রতিটি মানুষের দুয়ারে অর্থাৎ বাড়ির কাছে পৌঁছে দেয়া।
যার ফলে তাদের আর রেশন দোকানে যেতে হবে না।
দুয়ারে রেশন আজকের খবর (Duare Ration News Today)
১৬ ই নভেম্বর ২০২১ : আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেন যে দুয়ারে রেশন প্রকল্পে ৪২,০০০ কর্মী নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration Scheme in West Bengal)
পশ্চমবঙ্গে দুয়ারে রেশন প্রকল্প অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভা বৈঠকে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে সারা রাজ্যজুড়ে। এবং এই পরিসেবা সবার কাছে পৌঁছে দিতে অনেক কর্মীর প্রয়োজন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ৪২,০০০ কর্মী নিয়োগ করা হবে। প্রতিটি রেশন দোকানে ২ জন করে কর্মী নিয়োগ করা হবে। মোট রেশন দোকানের সংখ্যা ২১,০০০। তাই মোট কর্মীর সংখ্যা হল ৪২,০০০ ।
দুয়ারে রেশন প্রকল্প শূন্যপদ (Duare Ration Prakalpa Vacancy)
দুয়ারে রেশন প্রকল্পে রেশন সামগ্রী বিতরণ করার জন্য বিশাল সংখ্যক কর্মীর প্রয়োজন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছেন যে তারা 42000 কর্মী নিয়োগ করবেন । প্রতিটি রেশন দোকানে ২ জন করে কর্মী নিয়োগ করা হবে। মোট রেশন দোকানের সংখ্যা ২১,০০০। তাই মোট কর্মীর সংখ্যা হল ৪২,০০০ ।
দুয়ারে রেশন প্রকল্পে কর্মীদের বেতন (Duare Ration Prakalpa Salary )
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছেন যে দুয়ারে রেশন প্রকল্পে কর্মীদের ১০,০০০ টাকা করে মাসে বেতন দেওয়া হবে। এই দশ হাজার টাকার মধ্যে ৫,০০০ টাকা রাজ্য সরকার দিবে এবং বাকি ৫,০০০ টাকা রেশন ডিলারদের দিতে হবে ।
দুয়ারে রেশন নিয়োগ আবেদন পত্র (Duare Ration Job Application Form)
দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ এর আবেদনের পদ্ধতি বা আবেদন পত্র (Duare Ration recruitment Form PDF) সম্পর্কে এখনও পর্যন্ত কোনো খবর নেই। খবর আসলে অবশ্যই এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।
দুয়ারে রেশন প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইট (Duare Ration Official Website)
দুয়ারে রেশন প্রকল্পের জন্য বিশেষ কোনো ওয়েবসাইট নেই। তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেশন ডিস্ট্রিবিউশনের ওয়েবসাইট হল –
পোষ্টটি পড়ে উপকৃত হলে দয়াকরে share করবেন।