(নতুন আপডেট) রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দারুন সুখবর | WB Teacher Recruitment 2022 – Primary, TET, Upper Primary, SSC

 

WB Teacher Recruitment 2022 – রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দারুন সুখবর ।

অবশেষে বিরাট সুখবর দিলেন শিক্ষা মন্ত্রি ব্রাত্য বসু

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে (WB Teacher Recruitment 2022) । অনেক দিন ধরে শিক্ষক নিয়োগ বিভিন্ন কারণে আটকে আছে। 

বহু চাকরি প্রার্থী অনেকদিন ধরে অন্দোলন করছে রাস্তায়। কিন্তু বিভিন্ন কারণে কোর্ট কেস হয়েছে এবং নিয়োগ আটকে গিয়েছে।

কিন্তু এবার সব সমস্যার সমাধান হলে সরকার বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ করবেন বলে জানিয়েছেন। শিক্ষা মন্ত্রি ব্রাত্য বসু বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বললেন শিক্ষামন্ত্রী বলেন, “দ্রুতই শিক্ষক নিয়োগ হবে। তবে এখন নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে। সেই সমস্যার দ্রুত সমাধান হবে। দ্রুত নিয়োগ হবে।”

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দারুন সুখবর  | WB Teacher Recruitment 2022 

তিনি আরও জানান “মুখ্যমন্ত্রীর নির্দেশ, যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই আমরা নিয়োগ (WB Teacher Recruitment 2022) প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেভাবেই এগোচ্ছি।”

কয়েক বছর ধরে অন্দোলন করছে রাস্তায় নেমে চাকরি প্রার্থীরা । কারণ তাদের অনেকের বয়স পেরিয়ে গেলেও তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি । কারণ কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ আটকে আছে। বিরোধীরাও সরকারের উপর চাপ বাড়াচ্ছে। 

তাই সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী দু মাসের মধ্যে বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ করবেন।

সূত্রের খবর, এখনও পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার চাকরি প্রার্থীর মামলা মহামান্য আদালতের বিচারাধীন। রয়েছে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। হাইকোর্টের সাম্প্রতিক রায় অনুসারে, দ্রুত চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সরকার কে।

এখন দেখার কবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। চাকরী প্রার্থীরা সেই আশায় অপেক্ষা করে আছে। 

আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।

West Bengal Government Scheme

YojanaUpdate.in 

Leave a Comment